শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হোসেনপুরে নৌকা ডুবি; ওমান যাওয়া হলো না শামীমের
Update : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২, ১১:৪৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের হোসেনপুরের সাহেবচরে নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজের দুই দিন পর শামীম মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ব্রহ্মপুত্র নদের নামখাইল এলাকায় তার মরদেহ ভেসে ওঠে।

মৃত শামীম হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের তারাপাশা গ্রামের কিতাব আলীর ছেলে। আগামী ২৫ সেপ্টেম্বর তার ওমানে যাওয়া কথা ছিল।

শামীমের ভাতিজা হাসিবুর রহমান সৌরভ বলেন, আগামী ২৫ সেপ্টেম্বর চাচার ওমান যাওয়ার কথা ছিল। তিনি দুই সন্তানের জনক। তার এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হোসেনপুর থানার পরিদর্শক আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ বুধবার সকালে পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার নামখাইল এলাকায় শামীমের লাশ ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

প্রসঙ্গত, সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের সাহেবেরচরের পুরাতন ব্রহ্মপুত্র নদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের নামে সিদলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুন। সেদিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে দুটি নৌকাডুবির ঘটনা ঘটে। এতে শামীমসহ তিনজন নিখোঁজ হয়। শামীমের মরদেহ উদ্ধারের আগে সকালে হোসেনপুর ব্রিজের কাছে চাচা সিফাত (১৬) ও ভাতিজা ইয়াসিন (৭) এর মরদেহ ভেসে উঠলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার করে।

পাপ্র/সুআআ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ