স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সাহেবেরচর এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে শেখ রাসেল নৌকাবাইচ চলাকালে নৌকা বাইচ দেখতে গিয়ে নৌকা ডুবিতে নিখোঁজ হওয়ার ৩৬ ঘন্টা পর চাচা ভাতিজার মরদেহ উদ্ধার হয়েছে।
তারা হলেন পাশ্বর্বতী ময়মমনসিংহ জেলার পাগলা উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া (উজানচর) গ্রামের আব্দুস ছামাদের ছেলে সিফাত (১৭) ও মনির হোসেনের ছেলে ইয়াছিন (৬)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।
হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ২১ সেপ্টেম্বর সকালে ব্রহ্মপুত্র নদের ব্রিজের কাছে দুইজনের মরদেহ ভেসে থাকতে দেখে লোকজন পুলিশকে খবর দেয় পরে পুলিশ গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।
উল্ল্যেখ্য ,সোমবার ১৯ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫ টার দিকে সিদলা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শেখ রাসেল নৌকা বাইচ দেখতে বিকেলে চরশাঁখচূড়া গ্রামের একদল শিশু-কিশোর একটি ডিঙি নৌকায় চড়ে স্থানীয় সাহেবের চরে নৌকা বাইচ দেখতে যায়। নৌকা বাইচে অংশ নেওয়া একটি নৌকার সাথে ধাক্কা লেগে ডিঙি নৌকাটি ডুবে যায়। ডিঙি নৌকায় থাকা সকলে সাঁতরে নদের পারে ওঠে আসতে পারলেও সিফাত ও ইয়াছিন নিখোঁজ হয় ও ৩ জন গুরুতর আহত হয়।
পাপ্র/সুআআ