স্টাফ রিপোর্টার : হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাৎসব নিবিঘ্নে ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদ নেতাদের নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পাকুন্দিয়া থানার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহানের সভাপতিত্বে এ মত বিনিময় সভায় উপজেলার পূজা উদযাপন কমিটির নেতারা বিভিন্ন মতামত ও উৎসব উদযাপনের পরিকল্পনা তুলে ধরেন।
এতে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন, পাকুন্দিয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গোলাপ চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক সুজন দেবনাথ প্রমুখ।
উল্ল্যেখ্য, পাকুন্দিয়া থানাধীন ১৫টি পূজা মন্দিরের পূজা উৎসব উদযাপিত হবে। প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সবার সহযোগিতায় আনন্দের সঙ্গে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
পাপ্র/সুআআ