স্টাফ রিপোর্টার : পাকুন্দিয়া উপজেলার চরটেকী কোনাপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা চাঁন মিয়া ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন)।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সিলেট থেকে কিশোরগঞ্জে ফেরার পথে তার মৃত্যু হয়।
চরটেকী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক পাকুন্দিয়া প্রতিদিনকে জানান, চাঁন মিয়া যুদ্ধের সময় সিলেটের এক ব্যক্তির বাড়িতে থাকে যুদ্ধে অংশগ্রহন করেন। সেই সুবাদে জীবনের শেষ দিন পর্যন্ত উনার সাথে আত্নীয়র মতো সম্পর্ক ছিলো।
গত সোমবার চাঁন মিয়া কিশোরগঞ্জ থেকে সিলেটের ওই আত্মীয়র বাড়িতে বেড়াতে যায়। গতকাল (বৃহস্পতিবার) সেকানে অসুস্থতা বোধ করায় তার বড় ছেলে সিলেট থেকে তাকে আনতে যায় ও পথিমধ্যে মৃত্যুবরণ করে।
আগামীকাল (শনিবার) জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করার কথা রয়েছে।
পাপ্র/সুআআ