সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাকুন্দিয়ায় সংঘর্ষের মামলায় ১১৪ বিএনপি নেতাকর্মীর জামিন
Update : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ৯:৩৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: পাকুন্দিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১১৪ নেতা-কর্মী উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন।

আজ সোমবার উচ্চ আদালতের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চে উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে তাদের ছয় সপ্তাহের জামিন দেওয়া হয়। আসামি পক্ষে জামিন শুনানিতে অংশ নেন, অ্যাডভোকেট মো. ফজলুর রহমানসহ বেশ কয়েকজন আইনজীবী। আগাম জামিন পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন

উল্ল্যেখ্য, গত শনিবার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং, নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে নিহত দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে পাকুন্দিয়া উপজেলা বিএনপি। এতে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাধা দিতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি নেতা-কর্মীরা। এতে পুলিশসহ বিএনপির শতাধিক নেতা-কর্মী আহত হয়।

সংঘর্ষের ঘটনায় পরদিন রোববার উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, যুগ্মআহ্বায়ক মো. কামাল উদ্দিন, আতিকুর রহমান মাসুদ ও মাহমুদুজ্জামান রিপন এবং পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের ১৩৯ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৪০০ থেকে ১৫০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পাকুন্দিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ কামাল।

এ মামলায় পুলিশ এজাহারভুক্ত ২৫ জনসহ অজ্ঞাত আসামী হিসেবে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।

পাপ্র/সুআআ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ