স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের মুগদিয়া বাজার এলাকায় প্রতিপক্ষের হামলা থেকে বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন মাহবুবুর রহমান ( ৩৬) নামে এক যুবলীগ নেতা । গত ৩০ আগস্ট মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে সংঘর্ষে আহত হওয়ার ১২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে দিকে প্রাণ হারান মাহবুব।
নিহত মাহবুবুর রহমান মুগদিয়া গ্রামের মৃত মো. নুরুল ইসলামের পুত্র ও কটিয়াদী উপজেলা যুবলীগের সদস্য ছিলেন।
স্থানীয় সুত্রে জানা যায়, মসুয়া ইউনিয়ন পরিষদের ফুলদী গ্রামের বর্তমান ইউপি সদস্য মো. ফারুক মিয়া ও সাবেক সদস্য মো: আব্দুছ ছোবানের মাঝে ইউপি নির্বাচনের পর থেকেই নানা বিরোধ চলে আসছিল।
গত ৩০ আগস্ট মঙ্গলবার দুপুর সাড়ে বারোটার দিকে সাবেক ইউপি সদস্য আব্দুছ ছোবানের ভাইপো মো. ইকবাল হোসেন মাহবুবের সাথে দেখা করতে আসেন। একটি দোকানে বসে কথা বলার সময় ফারুক মেম্বার তার দলবল নিয়ে এসে ইকবালের উপর অতর্কিত হামলা চালায় । হামলার একপর্যায়ে আক্রমনের শিকার হোন মাহবুবও।
পরে মহাবুবকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকাৎসাধীন গতকাল রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে দিকে তার মৃত্যু হয়।
পাপ্র/সুআআ