স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ৪নং চান্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মাহফুজ ও ইউপি সদস্য শহিদুল হক উজ্জলসহ ৯জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার (১১ সেপ্টেম্বর) কিশোরগঞ্জের আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেনাজ আফরোজের আদেশে আসামিদের কারাগারে হয়।
মামলার সুত্রে জানা যায়, চেয়ারম্যান মাহফুজুর রহমানের নেতৃত্বে স্বশস্ত্র একটি দল গত ২১ জুন চান্দপুর ইউনিয়নের মানিকখালী মঞ্জিলের কান্দা গ্রামের বৃদ্ধ আনোয়ার আলী ভূইয়া (মারাজ) এর বাড়িতে লাল নিশান উড়িয়ে তারা তাণ্ডব চালিয়ে বাড়ি দখল করে এবং আনোয়ার আলী ও তার স্ত্রীকে মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। এবং এ ঘটনায় মামলা মোকদ্দমা করলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
গত ২১ জুন ২০২২ তারিখে আনোয়ার আলী বাদী হয়ে কিশোরগঞ্জের আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আদালতে ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমানকে ১নং ও মেম্বার শহিদুল হক উজ্জলকে ২নং আসামিসহ মোট ৯জনকে আসামি করে মামলা দায়ের করেন।
পাপ্র/সুআআ