স্টাফ রিপোর্টার : পাকুন্দিয়া উপজেলা চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া শতবর্ষ স্কুলে যাওয়ার রাস্তা সমান্য বৃষ্টিতে চলার অযোগ্য হয়ে যাওয়ায় ব্যক্তিগত উদ্যোগে ছোট ছোট বালকদের নিয়ে ইট সংগ্রহ করে চলার উপযুক্ত করে দিলো ইউনিয়ন ছাত্রলীগ এর সেক্টেটারি শেখ নূর মুহাম্মদ আহাদ ও ইঞ্জিঃ আব্দুল কাদির।
সরজমিনে দেখা যায়, কিশোরগঞ্জ টু পাকুন্দিয়া রাস্তা হতে বাইপাস কোদালিয়া এস আই উচ্চ বিদ্যালয় ও বাজারে আসার প্রায় এক কিঃলো রাস্তা। তা চার ভাগের এক ভাগ ইটের সলিং হলেও বাকি তৃতীয়াংশ এখনো কাচা রয়ে যায়। সেই অংশটুকু বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টিতে পানি জমে থাকে ও রাস্তা পিচ্ছিল হয়ে যায়। যার ফলে বাজার ও স্কুল গামী শত শত ছাত্র ছাত্রীদের দুর্ভোগে ভুক্তে হয়। আর সামনে বর্ষার মৌসুমে মানুষ যেন একটু সর্স্তিভোগ করে তাই এই উদ্যোগ গ্রহণ করে, তারা ছোট ছোট বালকদের নিয়ে ইট সংগ্রহ করে মোটামুটি চলার উপযুক্ত করে।
তারা বলেন, আমার আমাদের সার্থমত চলার উপযুক্ত করলাম কিন্তু আমাদের ও সকলের দাবি যেন রাস্তা পুরোটা সলিং করে।