বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মসূয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন
Update : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২, ১০:১৫ অপরাহ্ণ

আশরাফুল হাসান মোরাদ : রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে কটিয়াদি উপজেলার মসূয়া ইউনিয়নের মসূয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন।

আগামীকাল ০৭সেপ্টেম্বর রোজ বুধবার ম্যানেজিং কমিটির এ নির্বাচন অনুষ্ঠিত হবে । নির্বাচনকে কেন্দ্র স্কুল সম্পৃক্তসহ আশেপাশে অঞ্চলে চলছে ভোট উৎসবের আমেজ। স্কুলটি প্রায়ই সীমান্ত এলাকা হওয়াই কটিয়াদী – পাকুন্দিয়া দুই উপজেলায় রয়েছে শিক্ষার্থী। এ নির্বাচনে ৪ টি অভিভাবক সদস্য পদের জন্য মোট আট জন প্রার্থী বিভিন্ন প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ নির্বাচনে পাকুন্দিয়া উপজেলা থেকে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা হলেন বুরুদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার মোঃ হাবিবুল্লাহ হাবিব “তালা” প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের বর্তমান সফল মেম্বার মোঃ মুক্তার উদ্দিন “বই ” প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আহুতিয়া বালিয়া পাড়া গ্রামের কফিল উদ্দিন “মোরগ” প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কটিয়াদি উপজেলা থেকে নির্বাচনে অংশগ্রহণ করছেন মসূয়া বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী আরিফুজ্জামান খোকা “চেয়ার ” প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মসূয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সদস্য মোঃ ফারুক আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসাদুজ্জামান আকন্দ (বাবুল মাস্টার) “মাছ” মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। মসূয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য শফিকুল ইসলাম শরীফ “ফুটবল” প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মসূয়া বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী ও মসূয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সদস্য সালাহউদ্দিন টুটুল “মোটরসাইকেল” প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনের প্রিসাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করবেন কটিয়াদি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিয়াকত আলী খান। ১৪০৭ জন ভোটার আগামীকাল সকাল থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট প্রদান করবেন।

পাকুন্দিয়া ও কটিয়াদী দুই উপজেলায় হতে ১৫৬৫ জন শিক্ষার্থী মসূয়া উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করছেন। স্কুলের প্রধান শিক্ষক আবুল কাশেম শিশির জানান, ভোটের সকল প্রস্তুতি ইত:মধ্যে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনকে কেন্দ্র করে মসূয়া অঞ্চলে ভোট উৎসবের আমেজ বইছে।

পাপ্র/সুআআ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ