স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সেলিম (২২) নামের এক মাদক ব্যবসায়ীর আস্তানা ভেঙে দিয়েছে স্থানীয়রা। শুক্রবার ( ০২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হোসেন্দি ইউনিয়নে ৭নং ওয়ার্ডের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সেলিম ওই এলাকার মো: জসিম ওরফে লাউ জসিমের ছেলে। এ সময় মাটির নিচে ও জঙ্গলে লুকিয়ে রাখা দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।
নারান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক পাকুন্দিয়া প্রতিদিনকে জানান, দীর্ঘদিন ধরে সেলিম ওই এলাকার একটি জঙ্গলে আস্তানা স্থাপন করে মদ, গাজা, হেরোইনসহ বিভিন্ন ধরণের মাদকের ব্যবসা করে আসছে। আমরা স্থানীয় প্রশাসনকে নিয়ে এলাকাবাসী ওই আস্তানা ভেঙে দিয়েছে। এ সময় দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারওয়ার জাহান পাকুন্দিয়া প্রতিদিনকে বলেন, অভিযানে দা, বল্লমসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িত কাউকে পাওয়া যায়নি।
- ভিডিও লিংক : https://fb.watch/fizWK9w7Y6/
পাপ্র/আইরিন লাবনী