![](http://pakundiapratidin.com/wp-content/uploads/2022/08/20220831_154434.jpg)
হুমায়ূন কবির : পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশায় শিয়ালের কামড়ে ৮ জন আহত হয়েছেন। এ ছাড়া শিয়ালের কামড়ে একটা ছাগল ও দুটি গরু আহত হয়েছে।
বুধবার (৩১ আগষ্ট) সকাল দশটার দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কোদালিয়া ও ঘাগড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করে কোদালিয়া গ্রামে পাগলা শিয়ালে গ্রামে হানা দেয়। এসময় কোদালিয়া গ্রামের পশ্চিম পাড়ার নজরুল ইসলামের স্ত্রী লাভলী (৪২) শিয়ালের আক্রমনে গুরত্বর আহত হয়। তাঁর চিৎকারে পরিবারের লোকজন এসে তাঁকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। এছাড়াও একই এলাকার জহুরুল ইসলামের মেয়ে মোছাঃ জান্নাতুল (২), শরিফ মিয়ার স্ত্রী মুন্নী (২১) শাফি উদ্দিনের ছেলে জাকির (৩০) কোদালিয়া পূর্ব পাড়ার প্রবাসী আজিজুল হক(৩৫), মোঃ আলমের ছোট ছেলে সাব্বির (১০), সিরাজ উদ্দিনের মাতা জুলেখা (৭৫) ঘাগড়া গ্রামের রুদিয়াপাড়ার নজরুল ইসলামের স্ত্রী মাসুদা (৩৫) কে কামড়ায় শিয়াল। আহত মোছাঃ জান্নাতুল, মুন্নী, মাসুদা, জাকির কে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
কোদালিয়া গ্রামের বাসিন্দা শেখ মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, পাগলা শিয়ালের কামড়ে কোদালিয়া গ্রামের পশ্চিম পাড়ার চারজন ও পূর্ব পাড়ার তিনজন এবং ঘাগড়া গ্রামের রুদিয়াপাড়ার একজন সহ মোট ৮ জন আহত হয়েছেন। এ ছাড়া একটা ছাগল, দুটি গরুকে কামড় দিয়েছে শিয়াল। গ্রামজুড়ে পাগলা শিয়ালের আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গ্রামবাসী মিলে পাগলা শিয়ালটি মেরে ফেলেছেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সহকারী সার্জন ডাঃ ফারুক প্রদান জহুরুল ইসলামের মেয়ে মোছাঃ জান্নাতুল (২), শরিফ মিয়ার স্ত্রী মুন্নী (২১) শাফি উদ্দিনের ছেলে জাকির (৩০) ঘাগড়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী (৩৫) কে চারজন কে জলাতঙ্কের টিকা প্রদান করেন।
পাপ্র/আইরিন লাবনী