রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডা. শামসুল আরেফীনের বই ‘কষ্টিপাথর’
Update : সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৭:২৪ পূর্বাহ্ণ

কিছু কিছু বই আছে যা মানুষকে বিষ্ময়ে অভিভূত করে। হৃদয়-জগতকে আন্দোলিত করে। মনকে ভাবতে শেখায় এবং জীবনকে নতুন করে সাজাতে উদ্দীপনা জোগায়। তেমনই একটি বই হলো- ‘কষ্টিপাথর’।

জনপ্রিয় লেখক ডা. শামসুল আরেফীন সাহেব কর্তৃক রচিত, বিশিষ্ট দাঈ মাওলানা আলী হাসান উসামা কর্তৃক (শারঈ) সম্পাদিত, এ বইটি অবাক করা সব তথ্যে পরিপূর্ণ! এটি এমনই একটি বই যার পরতে পরতে রয়েছে প্রিয় নবিজির সুন্নাতগুলোর বিজ্ঞানভিত্তিক উপকারিতা।

পশ্চিমা জার্নাল, আর্টিকেল কিংবা গবেষণাপত্র- যা বিশ্ব জুড়ে সমাদৃত- যাকে বিজ্ঞানের পূজারী, নাস্তিক ও আজ্ঞেয়বাদীরা অন্ধের মতো বিশ্বাস করে, যখন-তখন রেফারেন্স টানে; লেখক সেই সকল উৎস থেকেই অত্যন্ত বিচক্ষণতার সাথে সুন্নাতের বিজ্ঞানভিত্তিক উপকারিতাগুলো তুলে এনেছেন। ফলে বইটি এক অনন্য গ্রহণযোগত্যা অর্জন করেছে।

সত্যি বলতে, সুন্নাতের স্বাস্থ্য-উপকারিতা যে এতো এবং তা যে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, বইটি না পড়লে হয়তো তা অজানাই থেকে যেতো! ১৪০০ বছরেরও আগে ঐশী নির্দেশনা পেয়ে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে যারা নবিজির সুন্নাতগুলো পালন করেছেন, সেই সু্ন্নাতগুলোই যে এতোটা আধুনিক, এতোটা বৈজ্ঞানি এবং যুগ ও কালউত্তীর্ণ এ বইটি পাঠ মাত্রই তা জানা যাবে।

আমি হলফ করিই বলতে পারি, বইটি আপনাকে মুগ্ধ ও অভিভূত করবে। বইটির কোনো একটি অংশ পড়া শুরু করলে এর আকর্ষণ-যাদু আপনাকে শেষ প্রান্তে নিয়ে যাবে। এটি আপনার অন্তর-আত্মাকে নতুন করে জাগিয়ে তুলবে এবং নবিজির যে সুন্নাহগুলোকে আমরা অলসতাবশত ছেড়ে দিই, তা নিয়ে আরেকবার ভাবতে শিখাবে। আপনার হৃদয় তখন স্বতঃই বলেই উঠবে-
“আলহামদুলিল্লাহ, বাংলা বইয়ের জগতে এ এক অনন্য সংযোজন! আম ও আলেম ‍নির্বিশেষে সকল মুসলিমেরই এটি পড়া প্রয়োজন।”

✿ বইটি পড়া কেন জরুরি?

✦ নবিজির সুন্নাহগুলো কতোটা আধুনিক ও বিজ্ঞানসম্মত; যুগ ও কালোত্তীর্ণ- তা জানতে।
✦ সুন্নাহসম্মত-
— দাড়ি রাখার,
— মিসওয়াক করার,
— খাবার খাওয়ার,
— ঘুমানোর এবং
— কুরআর তিলাওয়াত বা জিকির করারস্বাস্থ্য-উপকারিতাসহ
আরো বহু সুন্নাতের নানাবিদ স্বাস্ব্যোপকারিতা একদম বৈজ্ঞানিক প্রমাণসহ জানতে।

✦ তাছাড়াও-
— যারা নাস্তিক ও বিজ্ঞান-পূজারী,
— যারা কথায় কথায় বিজ্ঞানের সাফাই গায়,
— যারা নবিজির সুন্নাহকে দেখলে অবজ্ঞায় নাক ছিঁটকায় এবং
— যারা অন্ধের মতো বলে বেড়ায়’ “ইসলামের বিধানগুলো সেকেলে, অনাধুনিক; এযুগে চলে না”- তাদের জন্য এই বইটি একটা ‘অব্যর্থ এন্টিবায়োটিক’!

সুতরাং হলফ করে বলাই যায় বইটি অধ্যয়নের ফলে –

❶ সুন্নাতের প্রতি আপনার শ্রদ্ধা ও ভালোবাসা বৃদ্ধি পাবে।
❷ সু্ন্নাহ পালনে আগ্রহবোধ জন্মাবে।
❸ ইসলাম নিয়ে হীনমন্যতা দূর হবে।
❹ দুর্বল ঈমান সবল হবে।
❺ নাস্তিকদের মোকাবেলায় রেফারেন্স বুক হিসেবে কাজ করবে।
❻ দাঈদের দাওয়াতি কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

✿ প্রিয় কিছু উক্তি ✿
অবিশ্বাসীরা যা ইচ্ছা বলতে পারে। তবে ‘সুন্নাতের বৈজ্ঞানিক ভিত্তি’ কথাটা কোনো বিশ্বাসীর মুখে মানায় না।’
“বিজ্ঞানীরা আজ যা আবিষ্কার করছে, তা ১৪০০ বছর আগে একজন প্র্যাকটিস করে গেছেন, তাঁর প্রকৃত অনুসারীরা ১৪০০ বছর ধরে প্র্যাকটিস করছেন- ব্যাপারটা মেনে নেয়া একটু কষ্টকর আপনাদের জন্য।”

✿ এক নজরে বই ✿
বইয়ের নাম: কষ্টিপাথর
লেখক: ডা. শামসুল আরেফীন
প্রকাশনী: শুদ্ধি
প্রচ্ছদ-মূল্য: ২৪০ (পূর্ব মূল্য)
পৃষ্ঠা সংখ্যা: ১৭৬
——————————–
রিভিউ লেখক : মো: কাউছার হামিদ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ