স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে পৌর সদরের হরিজন কলোনিতে এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন জনি লাল হরিজনের ছেলে সুদূর্শ কুমার দেব (১৪) গনেশ লাল হরিজনের ছেলে মিলন লাল (৩৫) ও সুনামগঞ্জ জেলার তাহেরপুর উপজেলার তাজুল ইসলামের ছেলে মোবারক (২৪)।আহত ৩ জন ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে সৌর বিদ্যুৎতের খুঁটি সরিয়ে বাড়ির ভেতর নেওয়ার সময় খুটির সাথে বিদ্যুৎ এর তারের স্পর্শে ৬ জন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদেরকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
ভৈরব থানার উপ-পরিদর্শক (এস আই) রাজিব আহাম্মেদ গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পাপ্র/আইরিন লাবনী