তারাকান্দি মাদ্রাসায় তানযীম বোর্ডের অধীনে ১ম সাময়িক পরিক্ষা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : বৃহত্তর ময়মনসিংহ তথা উত্তরবঙ্গভিত্তিক কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড তানযীমুল মাদারিসিদ দ্বীনিয়া আল-ক্কওমীয়া বাংলাদেশ এর প্রথম সাময়িক পরিক্ষা আজ থেকে শুরু হয়েছে।
তানযীম বোর্ডের পাকুন্দিয়া তারাকান্দি জামিয়া হুছাইনিয়া আছআদুল উলুম কওমী ইউনিভার্সিটি পরিক্ষা কেন্দ্রে আজ সকাল ১০ টায় পরিক্ষা শুরু হয়।
তারাকান্দি জামিয়া হুছাইনিয়া আছআদুল উলুম কওমী ইউনিভার্সিটির মুহাদ্দিস মাও: আ: কাইয়ুম জানান, তানযীম বোর্ডের যথাযথ নিয়মাবালী মেনে ১ম সাময়িক পরিক্ষা শুরু হয়েছে। প্রায় শতাধিক শিক্ষার্থী এ পরিক্ষায় অংশগ্রহন করে।
পাপ্র/সুআআ
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ