স্টাফ রিপোর্টার: পাকুন্দিয়া উপজেলার চরফরাদীতে ৫০০গ্রাম গাঁজাসহ আল আমিন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ২২ আগস্ট রাত ৯টার দিকে চরফরাদী ইউনিয়নের চরফরাদী গ্রামের লিচু বাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আল আমিন চরফরাদী গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় মাদক ব্যবাসায়ী আল আমিন চরফরাদী গ্রামের লিচু বাগান এলাকায় বসে গাঁজা বেচাকেনা করছে। খবর পেয়ে পাকুন্দিয়া থানার এসআই আরিফ রব্বানীর নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হাতে থাকা একটি ব্যাগ হতে ৫০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান বলেন, মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে পাকুন্দিয়া থানায় মামলা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পাপ্র/আইরিন লাবনী