
স্টাফ রিপোর্টার : ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলার বার্ষিকীতে নিহত সকল শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা করেছে নারান্দী ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।
রোববার (২১ আগস্ট) বিকেলে নারান্দী উচ্চ বিদ্যালয় মাঠে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এম এ মান্নান মানিক কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ মান্নান মানিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ – ২ ( কটিয়াদি – পাকুন্দিয়া) আসনে সংসদ সদস্য নূর মোহাম্মদ।
নারান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ভিপি রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কফিলউদ্দিন, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, পাকুন্দিয়া থানার ওসি মোঃ সারোয়ার জাহান, সহ উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আলোচনা শেষে শহীদ সকল নেতাকর্মীর রুহের মাগফিরাত কামনা ও আহত সকলের প্রতি সহমর্মিতা জানিয়ে দোয়া মোনাজাত করা হয়।
পাপ্র/সুআআ