স্টাফ রিপোর্টার:২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল
২০০৪ সালের ২১ আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ আগষ্ট) বিকেলে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পাকুন্দিয়া পৌর সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন উপজেলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. মাহাবুবুর রহমান, মো. সামছুদ্দোহা, ভিপি মো. ফরিদ উদ্দিন।
উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন আনার, মো. আক্তারুজ্জামান সোহেল, এডভোকেট মিনহাজ উদ্দিন খোকা, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন টিপু, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক এখলাস উদ্দিনসহ অন্যান্য নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, বিএনপি-জামাত জোট সরকারের পৃষ্টপোষকতায় ২০০৪ সালে এ বর্বরোচিত বোমা হামলা ঘটানো হয়েছিল।
আলোচনা শেষে শহীদ সকল নেতাকর্মীর রুহের মাগফিরাত কামনা ও আহত সকলের প্রতি সহমর্মিতা জানিয়ে দোয়া মোনাজাত করা হয়।
পাপ্র/সুআআ