স্টাফ রিপোর্টার : সততার সাথে কৃষকের পাশে ‘হিজলীয়া গ্রাম উন্নয়ন ফোরাম ‘ কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামের একঝাঁক তরুন গত মাসে আলোকিত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে গঠন করে হিজলীয়া গ্রাম উন্নয়ন ফোরাম নামের ভিন্ন চিন্তা ধারার এই সংগঠনটি।
সারা গ্রামে গাছ লাগানোর মধ্য দিয়ে যাত্রা শুরু করে এটি। নিজেদের গ্রামকে আদর্শ গ্রাম হিসাবে গড়ে তুলার অংশ হিসাবে আজ ২০ আগস্ট আঃ মতিন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করে ‘কৃষক সমাবেশ’ নামের ভিন্ন মাত্রার অনুষ্ঠান। সংগঠন এর সহ সভাপতি আলমগীর হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক এম.এস আল-মামুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম।
ইসলামের দৃষ্টিতে কৃষক ও কৃষি কাজের মর্মার্থ নিয়ে ও মানুষের প্রতিটি কাজ কিভাবে ইবাদত হতে পারে এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন মুফতি শফিকুল ইসলাম হবিগঞ্জী, সামাজিক সম্প্রীতি ও পরোপকার নিয়ে মুফতি রাকিব বিন শওকত। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বজলুল হক, মজিবুর রহমান গোলাপ মাস্টার, সাবেক ইউপি সদস্য শাহ্ আলম।
আরো উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সহ-সভাপতি আমিনুল হক রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত উল্লাহ নাদিম, মোঃ রাসেল মিয়া, সাংগঠনিক ক.ম জুনায়েদ, অর্থ ও কর্জে হাসানা সম্পাদক হাফেজ মাওলানা শফিকুল ইসলাম। অন্যান্য সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন শরিফুল, ফয়সাল, বাদল, হিমেল, শামীম, শাহীন, সজিব, খাইরুল, মুকলেছ, তামজিদ, রফিক, শান্ত, আরমান প্রমুখ। সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে ২৫ জন কৃষককে সার বিতরণ করে। সাধারণ সম্পাদক এম.এস আল-মামুন জানান, চলতি সপ্তাহেই পাখির অভয়ারণ্য তৈরির লক্ষ্যে প্রায় চার হাজার টাকা ব্যয়ে কৃত্রিম পাখির বাসা স্থাপন করা হবে গ্রামের বিভিন্ন উঁচু গাছে। প্রতি মাসে এক/দুইটি করে কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করাই সংগঠনের লক্ষ্য।
পাপ্র/ সুআআ