বেপরোয়া গাড়ি চালিয়ে প্রাণ গেল পাকুন্দিয়ার তিন কিশোরের

বেপরোয়া গাড়ি চালিয়ে প্রাণহানি ঘটলো পাকুন্দিয়ার তিন কিশোরের। আজ সোমবার (ঈদের দিন) আড়াইটার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার টাঙ্গাবো ফাজিল মাদরাসা মোড়ে এ ঘটনা ঘটে।
তারা পাকুন্দিয়া উপজেলার গান্ধারচর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মো. অনিক, মো. মোস্তফার ছেলে মো. রিয়াদ ও আব্দুর রশিদের ছেলে আশিক।
জানা যায়, তারা তিনজন একটি মোটরসাইকেল যোগে গফরগাঁও উপজেলার নানু বাড়ি বেড়ানোর পর ফিরে যাবার সময় টাঙ্গাবো ফাজিল মাদরাসা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই দুই জন নিহত এবং একজনকে গুরুতর আহত অবস্থায় গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পাগলা থানার (ওসি) শাহিনুজ্জামান খান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ