আটলান্টিক. (নিউজার্সি) ০৯ জুলাই : আমেরিকার নিউজার্সির আটলান্টিক সিটিতে মসজিদ আল-হেরায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে।
৯ জুলাই ২০২২ ইং রোজ: শনিবার সকালে আটলান্টিক সিটির প্রবাসী বাংলাদেশি আমেরিকান মুসলিম সম্প্রদায় সহ বিপুল সংখ্যক মুসলিম ঈদের নামাজ আদায়ের জন্য সমবেত হন। সকাল থেকেই প্রবাসী বাংলাদেশি মুসলিমরা ঈদ আনন্দে শরীক হতে নিজেদেরকে উজাড় করে দিয়েছিল।
“মসজিদ আল-হেরা” আটলান্টিক সিটির ২৪২৬, আটলান্টিক এভেনিউস্থ বাংলাদেশি আমেরিকানদের অর্থায়নে নির্মিত ও তাদের ব্যবস্থাপনায় পরিচালিত মসজিদে ঈদের জামাতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসলিমসহ অন্যান্য কমিউনিটির মুসলিমরাও অংশ গ্রহন করেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি মুসলিম মহিলারাও ঈদের জামাতে শরীক হন।
ঈদের নামাজ আদায় শেষে খুৎবা প্রদান করা হয়, দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সুখ-সমৃদ্ধির জন্য দোয়া করা হয়। এখানে ঈদের জামাতে ইমামতি করেন মসজিদ আল-হেরার খতিব, মুহাদ্দিস আজিম উদ্দিন বিন মজনু। এখানে দু’টি ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
পাপ্র/সুআআ