স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগ ওঠেছে।
সোমবার (২৩ মে) বিকেলে উপজেলার চরফরাদী ইউনিয়নোর ঝাউগারচর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আরিফ (১৯) নামের এক কিশোরকে অভিযুক্ত করে বুধবার (২৫ মে) পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছে ওই ছাত্রীর মা।
আরিফ ওই গ্রামের উজ্জল মিয়ার ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (২৩ মে) বিকেলে ওই ছাত্রী বাড়ির পেছনের একটি মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিল। এ সময় আরিফ তাকে মুখ চেপে ধরে পাশের একটি করলা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে।
এক পর্যায়ে ছাত্রীটির চিৎকারে তার বাবা-মা এগিয়ে গেলে আরিফ দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনার পর গা-ঢাকা দিয়েছে অভিযুক্ত আরিফ।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সারোয়ার জাহান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পাপ্র/সুআআ