
পাকুন্দিয়া পৌর সদরে অবস্থিত দারুল মা’আরিফ আল ইসলামিয়ায় ভর্তি চলছে।

দারুল মা’আরিফ আল ইসলামিয়ার ক্লাসরুমের একাংশ
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ারে পৃথকভাবে ভর্তি হতে পারবেন।
দারুল মা’আরিফ আল ইসলামিয়ার প্রিন্সিপাল মুফতি শরিফুল ইসলাম জানান, আরবী নতুন শিক্ষাবর্ষ উপলক্ষে সীমিত আসনে বিভিন্ন বিভাগে ভর্তি চলছে।

জাতীয় পতাকা হাতে দারুল মা’আরিফ আল ইসলামিয়ার শিক্ষার্থীরা
তিনি আরও জানান, পাকুন্দিয়া উপজেলায় আমরাই প্রথম ইসলামী ও আধুনিক শিক্ষা ব্যবস্থাকে এক কাতারে নিয়ে এসেছি। প্রতিষ্ঠানে নুরানি, নাজেরা, প্লে থেকে পঞ্চম শ্রেণি ও সাধারণ হিফজ বিভাগ রয়েছে। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য বিশেষ হিফজ বিভাগের ব্যবস্থা রয়েছে। ছাত্রদের প্রতিভা বিকশিত করার জন্য রয়েছে সু-সমৃদ্ধ লাইব্রেরী, কম্পিউটার ল্যাব ও ইসলামী সাংস্কৃতিক চর্চার ব্যবস্থা।
মাদরাসাটিতে স্বাস্থ্য সম্মত ও সম্পূর্ণ কোলাহল মুক্ত পরিবেশে থাকা ও খাওয়ার সু-ব্যবস্থা রয়েছে।

দারুল মা’আরিফ আল ইসলামিয়ার প্রিন্সিপাল মুফতি শরিফুল ইসলাম
যোগাযোগ : নামা বাজার চরফরাদী রোড, টাঙ্গিবাড়ি সংলগ্ন, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ। মোবাইল: 01619767090