বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
এগারসিন্ধুরে প্রত্নতাত্ত্বিক খনন ও প্রত্নবস্তুুর প্রদর্শনী অনুষ্ঠিত
Update : বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২, ১১:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর গ্রামের শাহ গরীবুল্লাহর মাজার টিবিতে প্রত্নতাত্ত্বিক উৎখননে প্রাপ্ত প্রত্নবস্তুর প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ২ টার দিকে প্রত্নবস্তুর অধিদপ্তরের ঢাকা আঞ্চলিক শাখার আয়োজনে শাহ গরীবুল্লাহর মাজার টিবির সংলগ্নে এগারসিন্দুর ঈশা খাঁ দুর্গ ঈদগাহ মাঠে প্রত্নতাত্ত্বিক উৎখননে প্রাপ্ত প্রত্নবস্তুর প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রত্নবস্তুর অধিদপ্তরের ঢাকা বিভাগের আঞ্চলিক পরিচালক রাখী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রত্নবস্তুর অধিদপ্তরের মহা পরিচালক (অতিরিক্ত সচিব) রতন চন্দ্র পন্ডিত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুজলিন শহীদ চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বাবু, পাকুন্দিয়া প্রত্নতাত্ত্বিক খনন দলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম ফেরদৌস প্রমুখ।
আলোচনা সভার সঞ্চালনা করেন এগারসিন্দুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম এবং এনামুল হক রাজিব।

ঐতিহাসিক এগারসিন্দুর গ্রামের শাহ গরীবুল্লাহর মাজার টিবিতে উৎখননে প্রাচীন দুর্গের আলামত আবিষ্কৃতসহ হরেক রকমের মৃৎপাত্র, ধাতব ও পাথরের প্রত্নবস্তু, উদ্ভিজ্জ ও প্রাণীজ অবশেষ আবিস্কৃত হয়েছে। যা পাকুন্দিয়া তথা কিশোরগঞ্জের প্রাচীন ইতিহাসকে সমৃদ্ধ করবে এবং পর্যটন শিল্পের বিকাশ ঘটাবে। এছাড়াও আলোচনার পূর্বের আবিষ্কৃত বিভিন্ন বিষয়ের তথ্য তুলে ধরা হয়।

পরে অতিথিবৃন্দরা পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর এলাকার এগারসিন্দুর গ্রামের শাহ গরীবুল্লাহর মাজার টিবি, এগারসিন্দুর দুর্গ, সাদী মসজিদ, শাহ মাহমুদের মসজিদ ও বালাখানা প্রত্নতাত্ত্বিক নির্দশন সমূহ পরিদর্শন করেন।

পাকুন্দিয়া প্রতিদিন / সুআআ

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ