শিক্ষার্থীদের ক্ষতি পুষাতে পাকুন্দিয়া মডেল মাদরাসার ক্লাস হবে অনলাইনে
এস এ সম্রাট, নিজস্ব প্রতিবেদক :
মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ দিন সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীরা আজ সংকটের সম্মুখীন।
শিক্ষার্থীদের এ ক্ষতি পুষাতে এখন থেকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর সদরে অবস্থিত পাকুন্দিয়া মডেল মাদ্রাসার ক্লাস হবে অনলাইনে।
ফেসবুক, ইউটিউব ও জুম অনলাইনে সেবাটি (১১ মে) সোমবার দুপুরে প্রতিষ্ঠানের পরিচালক সালাহউদ্দীন সাইফুল্লাহ ও প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম ‘পাকুন্দিয়া প্রতিদিন’কে বলেন, শিক্ষাব্যবস্থার সংকট কাটিয়ে উঠতে অনলাইন শিক্ষাকার্যক্রমটি কাজে লাগবে। ৫ম ও ৮ম শ্রেণি কে বেশি গুরুত্ব দেওয়া হবে এবং পর্যায়ক্রমে বাকি অন্যান্য ক্লাস চালু করা হবে । এই সেবাটি সকল প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত বলেও জানান তিনি।
নিচে সেবার লিংক ঠিকানা:
Pakundia Model Madrasah
Zoom ID & Password, Teachers Name & Class:
Mujahidul Islam Sir ID: 7370531339 (Class Eight)
Password : 5QwUVs
Nazmul Sir ID: 5783132586 (Class Five)
Password : 7XiDs7
Taslima Madam ID: 5070415145 (Class Eight)
Password : 7n4iRy
Liza Madam ID: 7414217411 (Class Five)
password : 7fuda4
Tanjina Madam ID: 6632022712 (Class Five)
Password : 4R9uNX