ঘুম থেকে ওঠেই ফেসবুকে ঢুকতে একটা দৃশ্য দেখে চোখ আটকে গেলো, দৃশ্যটি দেখে নিজের অজান্তেই চোখের কোনায় জল এসে গেলো। কি নিষ্ঠুর নির্দয় এই পৃথিবীর মানুষ গুলো, খাঁটিয়া না পেয়ে এই ভাবে লা’শটিকে বাঁশে ঝুলিয়ে দাফনের জন্য নেওয়া হচ্ছে। পাড়াপ্রতিবেশির কথা বাদ দিলাম, কিন্তু তার পরিবার মা-বাবা ভাই বোন তারা কোথায়? হয়তো তারাও ভাইরাসের ভয়ে লাশটি দাফন করতে আসেনি, ভাইরাস ছড়ানোর ভয়ে হয়তো গ্রামবাসী খাঁটিয়াও দেয়নি। হাসরের ময়দানের কঠিন মুহূর্তের কথা আমরা কুরআন হাদিসের বাণীতে শুনেছি, কিন্তু করোনা না আসলে জানতেই পারতাম না যে এই পৃথিবীতে আসলেই কেউ কারো আপন নয়।
ঘটনাটি ঠিক কোথায় ঘটছে তা আমি জানিনা, কিন্তু ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃশ্যটি ভাইরাল হয়ে গেছে। আসলে আমি লেখার ভাষা হারিয়ে ফেলেছি। ছবিটি নিষ্ঠুর পৃথিবীর চরম এক বাস্তবতার উপাখ্যান।
লেখক : হাফেজ মোঃ বেল্লাল হোসাইন
সাংবাদিক ও কলামিস্ট