প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় শনিবার (১৬ মে) থেকে পাকুন্দিয়া বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বনিক সমিতি। কিশোরগঞ্জের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও কটিয়াদীর পর পাকুন্দিয়া উপজেলার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা আসে আজ।
আজ বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা হলরুমে নির্বাহী অফিসার নাহিদ হাসান, ওসি মফিজুর রহমানসহ পাকুন্দিয়া, মঠখোলা, মির্জাপুর বাজারের বনিক সমিতির নেতৃবৃন্দর উপস্থিতিতে এ সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ‘ঈদে কটিয়াদীতেও দোকানপাট বন্ধ : পাকুন্দিয়ার ব্যবসায়ী নেতারা কি একই সিদ্ধান্ত নেবেন?’ শিরোনামে বিশেষ প্রতিবেদন করে পাকুন্দিয়া প্রতিদিন। এরপরই টনক নড়ে পাকুন্দিয়া বাজার বণিক সমিতির, করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় শনিবার (১৬ মে) থেকে নেওয়া হয় পাকুন্দিয়া বাজার বন্ধের সিদ্ধান্ত।
ঈদে কটিয়াদীতেও দোকানপাট বন্ধ : পাকুন্দিয়ার ব্যবসায়ী নেতারা কি একই সিদ্ধান্ত নেবেন?