করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইবনে সিনা ট্রাস্টের চীফ রেডিওলজিস্ট কনসালটেন্ট, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মেজর (অব.) আবুল মোকারিম মো: মহসিন উদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মঙ্গলবার দিবাগত রাত ১১.২০মি. ঢাকার সিএমএইচ-এ তিনি মারা যান। আজ বুধবার বাদ জোহর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। জানা যায়, তিনি করোনায় আক্রান্ত হয়ে প্রথমে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে সিএমএইচ এর আইসিইউতে ভর্তি ছিলেন।
দেশের বিখ্যাত ডাক্তার ও সুপরিচিত ব্যক্তিত্ব আবুল মোকারিম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাংগালিয়া ইউনিয়নের চরটেকী গ্রামের কৃতি সন্তান এবং মৃত জিয়া উদ্দিনের পুত্র। তিনি নিজ গ্রামের বাড়িতে ব্যাপক সেবামূলক কাজে সক্রিয় ভূমিকা পালন করতেন। অসহায় পরিবারকে ঘর তৈরী করে দেয়া, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে আর্থিক সহায়তা প্রদান সহ জনকল্যাণমূলক কাজে সর্বদা অগ্রগামী থাকতেন।