
নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ইউনাইটেড গ্রুপের পরিচালক ও ইউনাইটেড ট্রাস্টের ট্রাস্টি আহমেদ ইসমাঈল হোসেন মাসুদের উদ্যোগে অসহায় ১৭শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা কার্যক্রম শুরু করেছে। সোমবার (১১ মে) উপজেলার পৌরসদরের বর্ণমালা আইডিয়াল স্কুল মাঠে পৌরসভার ৪০০ দুস্থ্য পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে খাদ্য সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান।
খাদ্য সহায়তা সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আটা, ১ কেজি পিয়াজ, ২ কেজি আলু, ১ লিটার তেল, ২টি সাবান।
এসময় ইউনাইটেড ট্রাস্টের পাকুন্দিয়া এরিয়া কো-অর্ডিনেটর প্রভাষক আতাউর রহমান সোহেল, হাজী জাফর আলী কলেজের প্রভাষক মাহমুদুল হুদা সোহেল, মিজানুর রহমান, তরিকুর হাসান শাহীন, আছিয়া বাড়ি স্কুলের প্রধান শিক্ষক হুমায়ূন কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউনাইটেড ট্রাস্টের পাকুন্দিয়া এরিয়া কো-অর্ডিনেটর প্রভাষক আতাউর রহমান সোহেল জানান, ইউনাইটেড ট্রাস্টের ট্রাস্টি আহমেদ ইসমাঈল হোসেন মাসুদের উদ্যোগে করোনাকালীন এ মানবিক সহায়তা অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে উপজেলার চরফরাদি ইউনিয়নে ৩৫০ টি, বুরুদিয়া ইউনিয়নে ৫০০টি, এগারোসিন্দুর ইউনিয়নের ৪৫০টি কর্মহীন, অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।