বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন
Update : রবিবার, ১৮ জুলাই, ২০২১, ২:১৭ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, আহতদের সু-চিকিৎসা এবং কারখানার মালিকের অন্যায়ের শাস্তির দাবিতে কিশোরগঞ্জ শহরের রঙমহলের সামনে আজ রবিবার বেলা ১১ ঘটিকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট।

মানববন্ধনে বক্তারা বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই। কারখানা মালিকের গাফিলতি এবং অতি মুনাফার লোভ এর জন্য দায়ী বলে বক্তারা উল্লেখ করেন।

তারা নিহতদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করা এবং কারখানার মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী আব্দুর রহমান রুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়ক এডভোকেট শফীকুল ইসলাম, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার, জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা নজরুল ইসলাম শাহজাহান, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি সিরাজুল ইসলাম সাত্তার, বাসদ (মার্কসবাদী) নেতা আলাল মিয়া, সদর উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক নূরুল হক, বাসদ নেতা সাজেদুল ইসলাম সেলিম, আসাদ আরভিং, এডভোকেট মাসুদ আহমেদ, খালেদা আক্তার প্রমুখ।

 

পিপি/ সুলতান

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ