জাঙ্গালিয়া থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ সাত্তার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) দিবাগত-রাত সাড়ে ১২ টায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকি এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে তাকে আটক করা হয়। সে উপজেলার চরটেকি গ্রামের দুলাল মিয়ার ছেলে।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টি নিশ্চিত করে জানান, সাত্তার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরটেকি এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ