বর্তমানে মুহূর্তে কঠিনতম বিপদের সম্মুখে আপনি, আপনার আশে পাশে সমাজ,বন্ধু-বান্ধব এমনকি পরিবারের লোকজনও নেই আপনার পাশে। চরম বিষন্ন মনোভাব নিয়ে দিননিপাত করছেন। জীবন নামের নৌকায় উত্তাল সমুদ্রে যে কোন সময় ডুবে যেতে পারে নৌকা। আপনি হয়তো এখনই হারিয়ে যাবেন পৃথিবীর মহাসমুদ্রের তলদেশে। চারদিকে হতাশার বাণী, কোথাও একটুও আশার বাণী নেই। চারদিকে গুঞ্জরিত হচ্ছে শুধু বিপর্যয় আর পিছলে পড়ার ভয়। এই বুঝি আমিও শামিল হচ্ছি মৃত্যুর মিছিলে।
ভয় পাওয়ার কিছুই নেই? কেননা, আপনি সৃষ্টি এবং স্রষ্ট্রায় বিশ্বাসী। আপনি একজন বিশ্বাসী।আপনি একজন মুমিন। আর বিশ্বাসীদের প্রভু কখনো তার বিশ্বাসী বান্দাদেরকে নৈরাশ করবেনা। আল্লাহর উপর যাদের ভরসা তারা নিরাশ হয়না। তারা রহমতের বারিধারার অপেক্ষার প্রহর গুনে। আপনি যদি আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখুন তবে আপনার জীবনের ব্যার্থতায় কিছুই আসে যায়না। কেননা,স্বয়ং আল্লাহ তায়ালাই পবিত্র কুরআনে ঘোষণা করেছেন: –
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُون َ
“‘অবশ্যই বিশ্বাসীরা সফল হয়েছে ‘” সূরা মুমিন-১
আপনি আল্লাহ কাছে সাহয্য প্রার্থনা করুন।তিনিই আপনাকে সর্ববিষয়ে সহযোগীতা করার যোগ্যতা রাখেন। কেননা,আমাদের সাহায্য করার দ্বায়িত্ব নিয়েছেন স্বয়ং আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। এ ব্যাপারে মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআনের সূরা সূরা রুমে ৪৭ নং আয়াতে বলেছেন:-
وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ
“‘মুমিনদের সাহায্য করা আমার (আল্লাহর) দ্বায়িত্ব”‘ তাই এই বিপদে সাহায্যের জন্য আকাশের প্রভুর,আপনার প্রভুর,পৃথিবীর প্রভুর কাছে হাত তুলুন,নিরবে-নিভৃতে,প্রকাশ্যে -অপ্রকাশ্যে। তিনি অবশ্যই আপনার সাহায্য করবেনই।
তবুও আপনি ভয় পাচ্ছেন? ভয়ের কারণটা হলো আপনার জীবনে পাপের পরিধি অনেক লম্বা? পাপে জর্জরিত আপনার জীবন। অনেক অবাধ্য হয়েছেন আল্লাহর? এত পাপ নিয়ে আল্লাহর কাছে কিভাবে হাত তুলবেন?মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন কি কি আপনার মত অবাধ্য, গুনাহগার বান্দার ডাকে সাড়া দিবেন? দূরে ঠেলে দিন আপনার এ মনের ধারণা। আমাদের স্রষ্টার মন-মানসিকতা এত সংকীর্ণ নয়,তিনি বিশাল হৃদয় ও দয়ার অধিকারী। বরং তিনি ভালবাসেন তাদেরকে যারা আল্লাহর কাছে তওবা করে। ফিরে আসে তার দিকে। এ প্রসঙ্গে সূরা বাকারার ২২২ নং আয়াতে মহান আল্লাহ তায়ালা বলেন:-
إِنَّ اللّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ
নিশ্চয় আল্লাহ তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীকে ভালবাসেন। তাই এখনই দ্বিধা ভয় রেখে তাঁর কদমে ঝুকে দিন আপনার মাথা।আপনার প্রভু আপনাকে ভালবাসেন।কেননা,আপনি এক আল্লাহতে বিশ্বাসী, বিশ্বাসীদের প্রভু বিশ্বাসীদের সাথেই আছেন।বিশ্বাস করুন,দেখবেন রহমতের বারিধারা বর্ষিত হবে আপনার হৃদয় ও তনুমনে। আপনি যখনই অনুতপ্ত হয়ে আপনার প্রভুর কদমে আপনার মাথা নত করবেন তখনই আপনার প্রভু আপনার ডাকে সাড়া দিয়ে বলবে:-
لَا تَخَافَا ۖ إِنَّنِي مَعَكُمَا أَسْمَعُ وَأَرَىٰ-
“ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, সবকিছু শুনছি ও দেখছি৷ ( সূরা রুম – ৪৬)
এভাবেই প্রভু প্রতিটি সময়ে, প্রতিটি মুহূর্তে আপনার পাশে ছিলেন,আছেন, থাকবেন।
অত এব,আর কোন সংকোচ নয়, মহান আল্লাহ পাককেই একমাত্র বন্ধু বানিয়ে নিন। আপনার সাধনার মহাসড়ককে প্রশস্ত করুন। আলোকিত করুন কোরআনের আলোয় আপনার অন্ধকারচ্ছন্ন হৃদয়কে। পাঠ করুন আকাশ,বাতাসকে প্রকম্পিত করে:-
حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ
আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট।
সুলতান আফজাল আইয়ূবী, তরুণ ইসলামি চিন্তাবিদ ও গবেষক