
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নে অবাধে মাদকদ্রব্য ক্রয়- বিক্রয় ও অবাধে মাদক সেবনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১০ টায় পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কুমরী নূর হোসাইনী আলিম মাদ্রাসা সংলগ্ন মোড়ে কুমরী অগ্নিবীনা যুব সংঘের উদ্যোগে সংগঠনটির সভাপতি শেখ খায়রুল আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী আবু হানিফা তানভীরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রভাষক একরাম হোসেন মানিক, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ-দপ্তর সম্পাদক জিয়াউল হক বাতেন,ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন নাছির,কামাল উদ্দিন ভূঞা, প্রভাষক মিজানুর রহমান, শিক্ষক মোবারক হোসেন, মিয়া মোহাম্মদ মাছুম, মনিরুজ্জামান পরশ, কলাদিয়া সমাজ কল্যান সংঘের সেক্রেটারী শাহরিয়ার কবির সাগর, ফরহাদ হোসেন সহ স্থানীয় বিভিন্ন ব্যক্তিবর্গ।
মানববন্ধন থেকে বক্তারা অবাধে মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়, সেবন ও বেড়ে যাওয়া কিশোর গ্যাং এর দৌরাত্ম্য বন্ধের জন্য প্রশাসন ও সচেতন মহলের সু-দৃষ্টি কামনা করেন।