“ভুলার মত নয় স্কুল জীবন, ভুলে যাবার মত নয় শৈশব জীবন” সেই প্রেক্ষাপটে স্কুল জীবন স্বরণ করার জন্য শৈশব জীবনের বন্ধুদের সাথে গল্প গুজব করতে আয়োজন করা হলো ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান।
কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলায় ঐতিহ্যবাহী কালিয়াচাপড়া চিনি কল উচ্চ বিদ্যালয়ের ২০১৩ সালের এসএসসি ব্যাচ এর ছাত্রছাত্রীরা ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান এর আয়োজন করে গতকাল শনিবার (১৫/০৫/২০২১) স্কুল প্রাঙ্গনে। উপস্থিত হয় ছাত্রছাত্রী ও শিক্ষকমণ্ডলী ভিডিও কনভারসন এর মাধ্যমে যুক্ত হয় প্রবাসে থাকা ২০১৩ ব্যাচ এর বন্ধুরা। সকলের উপস্থিতি দেখে এক আনন্দ মুখর পরিবেশ সৃষ্টি হয়। সকল ছাত্রছাত্রী ও শিক্ষকমণ্ডলী তাদের স্কুল জীবনের কথা স্মৃতিচারন করে।
দিনটি সুন্দর ভাবে উদযাপন করার জন্য দিনব্যাপী ছিল আনন্দময় নানা খেলা, শিক্ষকদের ছিল পাতিল ভাঙা খেলা। খেলা শেষ প্রত্যেক এর হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।
অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন রাফসান জানি রিফাত আয়োজকে ছিলেন আরমান, উজ্জ্বল শুভ, সাবিত, হুমায়ুন ও বেশ কয়জন।