স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় করোনাকে জয় করে ফিরেছেন ষাটোর্দ্ধ উসমান মিয়া।
কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দুই সপ্তাহ চিকিৎসা শেষে করোনা মুক্ত হন তিনি।
রোববার (৩মে) বিকেলে ওই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেন উসমান মিয়া। তিনি উপজেলার চরতেরটেরটেকিয়া গ্রামের বাসিন্দা।
সোমবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাকে উপহার হিসেবে খাদ্যসামগ্রী, সুরক্ষা সামগ্রী ও পুষ্টিকর খাবার দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জামির মো.হাসিবুস ছাত্তার তাঁর হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার রেজাউল কবির কাওসার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল কোভিড-১৯ পজেটিভ আসে উসমান নামের ওই বৃদ্ধের। ১৭ এপ্রিল তাকে শহীদ সৈয়দ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।