পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের কলাদিয়া সমাজ কল্যাণ সংঘ ও পাঠাগারের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কলাদিয়া ও তৎপাশ্ববর্তী অঞ্চলে প্রায় শতাধিক হতদরিদ্রদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আজহারুল ইসলাম সুজন, উপদেষ্টামণ্ডলীর সদস্য শরিফ আহাম্মেদ, সহ-সভাপতি শহিদুল্লাহ, সংগঠনের সেক্রেটারী শাহরিয়ার কবির সাগর সহ উক্ত সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের সভাপতি আজহারুল ইসলাম বলেন, পবিত্র ঈদের খুশি যেন সবাই সমান ভাবে উপভোগ করতে পারি এজন্য আমাদের এই মহান উদ্যোগ। তিনি আরও বলেন, আমরা যেন সবাই মিলেমিশে সবার সুখে সুখি ও সবার দুঃখে দুঃখি হয়ে সাধারণ মানুষের পাশে দাড়াতে পারি।
প্রতিষ্ঠার পর থেকে থেকে সংগঠনটি ত্রান বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষা সামগ্রী বিতরণ, রক্তদানসহ নানা সামাজিক কর্মকান্ডে অংশগ্রহন করে আসছে।