
স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলায় মাইজহাটি একতা ছাত্র সংগঠন এর পক্ষ হতে দুটি গ্রামে হতদরিদ্র এবং মধ্যবিত্ত পরিবার কে ইফতারসামগ্রী হেন্ডওয়াস ও সচেতনতা মূলক লিফলেট বিতরন করেন।
করোনাভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে কর্মহীন হয়ে পড়া নিন্ম ও মাধ্যম আয়ের বিভিন্ন পেশার মানুষ কর্মহীন হয়ে পড়ায় উপজেলার দুইটি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ইফতারসামগ্রী হেন্ডওয়াস ও লিফলেট পৌছে দিচ্ছেন ।
এ বিষয়ে জানতে চাইলে একতা ছাত্র সংগঠন এর সভাপতি সুমন বলেন আমাদের সংগঠন এর সদস্যদের আগ্রহ প্রকাশ করায় করোনাভাইরাস সংক্রমণের (কোভিড-১৯) পরিপ্রেক্ষিতে সৃষ্ট সংকটে এখন অনেক ব্যাবসায়ী, গাড়িচালক সহ অনেক ধরণের পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। অনেক মধ্যবিত্ত পরিবার আছে যারা চক্ষু লজ্জায় কারো কাছে কিছু চাইতেও পারেন না এবং তাঁরা যেন খাদ্যের সন্ধানে বাইরে বের হতে না হয় তাদের কে পরিচয় গোপন রেখেই বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী ও হেন্ডওয়াস দিয়ে আসছি।
ইতিপূর্বে জানাযাই সংগঠন টি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর তাদের সহযোগীতায় কয়েকজন বেকার যুবক এখন স্বাবলম্বী।