কবিতা : মা
কলমে : ইসমাইল হোসাইন সিরাজী
মা মানে কী জানো?
যার জন্য দেখি এই দুনিয়ার আলো।
মা মানে
একজন সফল ডাক্তার
একটু অসুখে আমি তার নেই কোনো নিস্তার
সারারাত্রি অনিদ্রায় আমার পাশে,
করেন দোয়া আল্লাহর কাছে, দু চোখের জল ছেড়ে
আমি যেন সুস্থ হয়ে যাই নিমিষে।
মা মানে
একজন শিক্ষক
অ-তে অলি, আ- আম প্রথম শিক্ষা লাভ তাহার মুখ থেকে
যেন নিতে পারি এই জীবন সভ্যতার শিখড়ে নিজেকে
মায়ের শিক্ষায় হই যেন শিক্ষিত
সর্বদা সর্বক্ষেত্রে হবো মোরা বিজীত
মা মানে
একজন শাসক
আমার ভূলে যদিও থাকে সবাই আমার পাশে
মা বেছে নেয় অন্য প্রান্ত
তাহার সু-শাসনে হই না যেন আমি দিকভ্রান্ত।
মানে মানে
একজন প্রিয় বন্ধু
হাজারো না বলা কথা তার কাছে যাই বলা
তার জন্যই সহজ হয়ে যায় জীবনের পথচলা।
মা মানে
এমন একটি বন্ধন
আমার একটু রক্ত ঝড়লে তার হয় রক্তক্ষরণ,
আমার হৃদয়ে আগুন জ্বললে সে জ্বলে পুড়ে হয় অঙ্গার
আমি একটু ঠান্ডা অনুভব করলে সে অনুভব করে তুষার বরফের পাহাড়।
মা মানে
একজন অনুপ্রেরণাময় নারী
ভাঙন-প্লাবন, শত বাধায় তাহার আর্শীবাদে ঘুরে দাঁড়াতে পারি।
মা মানে
এক মানব যন্ত্র
যেখানে যেমন প্রয়োজন সেখানেই মা একই মন্ত্র।
মা মানে
একজন মা
পৃথিবীর কারো কাছে তার তুলনা চলে না
সন্তানের সুখের জন্য নিজের সুখ অহ্লাদ দেয় বিসর্জন
আমায় নিয়ে তার ভাবনার জগৎ সাজায় সর্বক্ষণ।