কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইউনাইটেড ব্লাড ডোনার ক্লাবের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, প্রেশার ও ডায়াবেটিস পরিক্ষা করা হয়েছে। আজ শনিবার (২০ মার্চ) উপজেলার পৌরসদর বরাটিয়া চৌরাস্তা দুরন্ত শিশু কিশোর পাঠশালা স্কুল মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন শাহানাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাইফুল ইসলাম শ্যামল মিয়া।
অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করেন পাকুন্দিয়া পৌরসভার সাবেক কমিশনার মোঃ নজরুল ইসলাম আকন্দ। হাজী জাফর আলী কলেজের প্রভাষক আতাউর রহমান সোহাগ এবং ঢাকা সিএমএম আদালতের এডঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পাকুন্দিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ে সাবেক সভাপতি মোঃ শাহজাহান,
মঙ্গলবাড়ীয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কাশেম বিপ্লব, উপজেলা ছাত্রলীগের আহবায়ক এখলাছ উদ্দিন, পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মকবুল হোসেন, চরফরাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম এস আল মামুন, দুরন্ত শিশু কিশোর পাঠশালা স্কুলের প্রধান শিক্ষক হাবিবুল বাশার নয়ন, অত্র সংগঠনের উপদেষ্টা সাবেক মেম্বার আব্দুল হান্নান, হুসাইন মুহাম্মদ ফরহাদ প্রমুখ।
দিনব্যাপী এ ক্যাম্পে স্থানীয় চার শতাধিক ব্যক্তিকে বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয়, প্রেশার ও ডায়াবেটিস পরিক্ষা করেন।