বাঙালি জাতীর সূর্য সন্তান, স্বাধীন বাংলাদেশর স্থাপতি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।
বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সম্মানিত সভাপতি জনাব দেলোয়ার জাহান সুমনের নেতৃত্বে অনুষ্ঠিত আনন্দ র্যালী বুরুদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করে। আনন্দ মিছিল শেষে আমন্ত্রিত সকল শ্রেণির নেতাকর্মীরা জাতীর কল্যাণে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন।
বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জনাব দেলোয়ার জাহান সুমন বলেন রাজনৈতিক সকল স্থরে বঙ্গবন্ধুর আর্দশের বাস্তবায়ন হলেই বঙ্গবন্ধুর আর্দশের সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বুরুদিয়া ইউনিয়নের সকল শ্রেণির নেতাকর্মী ও স্থানীয় জনগন অঙ্গিকার করেন বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাবে এবং সকল প্রকার উন্নয়ন মূলক কাজে সহায়তার হাত বাড়িয়ে দিবে।