মামুনুল হক ও ধর্ম নিয়ে সামাজিক মাধ্যমে কটুক্তি করায় যুবক আটক

হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলাম ধর্ম নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট করার অভিযোগে সুনামগঞ্জের শাল্লার এক যুবককে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে শাল্লার শাঁসকাই বাজারে তাকে আটক করে গ্রামবাসী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
আটক যুবকের নাম ঝুমন দাস আপন (২৪)।
তিনি শাল্লা থানার হবিবপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের গুপেন্দ্র দাসের ছেলে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, অভিযুক্ত ঝুমন দাস আপন সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক মন্তব্য করার কারণে সাধারণ মানুষের মাঝে প্রতিক্রিয়া দেখা দেয়। যে কারণে ঝুমন দাসকে আটক করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ