আজ কিশোরগঞ্জ জর্জ কোর্টে আলোচিত পাকুন্দিয়া উপজেলা চরটেকী গ্রামের মুকুল হত্যা মামলায় আসামী জাঙ্গালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরীফ আজ স্থায়ীভাবে বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন। উল্লেখ্য গত ২১ আগষ্ট ২০১৯ তারিখে চরটেকী নরসুন্দা বিদ্যা নিকেতনের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক মোঃ শামছুল মুসলেমিন মতি ওরুপে কেজি মতির তার সহোদরা দুই ভাই মুকুল ও বাচ্চু সাথে নিজ বাড়িতে সকাল আনুমানিক ৭ টায় প্রকাশ্য দিবালোকে জমিসংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে ঘটনাস্থলে নিহত হন বড় ভাই মুকুল।
এই বিষয়ে কেজি মতি ১৬৪ ধারা জবানবন্দি ও দিয়েছেন, কিন্তু দাদীর ওয়ারিস সূত্রে জমির সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বাচ্চু গংরা তাদের চার ফুফাতো ভাইয়ের ছেলে যথাক্রমে মোঃ খুর্শিদ উদ্দিন মেম্বারের ছেলে মোঃ শরিফুল ইসলাম শরীফ, মরহুম সোহরাব উদ্দিন চেয়ারম্যানের ভাতিজা সোহেল আহমেদ সরকার,মরহুম বীরমুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইলিয়াস উদ্দিন লালুর ভাতিজা মোঃ রুবেল মিয়া ও আমির উদ্দিনের মোঃ হকদল মিয়াকে পরামর্শদাতা হিসাবে আসামী করে। দীর্ঘ একমাস ৮ দিন জেল হাজতের পর আজ তিনি ও সোহেল আহমেদ সরকার জামিন লাভ করেন। এই মামলায় আসামী কেজি মতি, মোঃ রুবেল মিয়া জেলহাজতে ও মোঃ হকদল মিয়া পলাতক আছেন।