নূরুল জান্নাত মান্না : করোনা পরিস্থিতিতে দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়ন শাখা ছাত্রলীগের পক্ষ থেকে মঠখোলা বাজার, চর খামা সহ বিভিন্ন এলাকায় শতাধিক কর্মজীবী ও দরিদ্র মানুষের মধ্যে মাস্ক, সাবান, সচেতনতা লিফলেট বিতরণ এবং জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
এগারসিন্দুর ইউনিয়ন ছাত্রলীগের শুভ বর্মন, শান্ত বর্মন, তানভীর হাসান, আবদুল্লাহ, মিনহাজ, রাব্বী শুভ সাহা প্রমুখ নেতৃবৃন্দ এসব করোনা সহায়তা সামগ্রী বিতরণ করেন।
এসময় তারা জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মজীবী ও দরিদ্র মানুষদের মধ্যে মাস্ক, সাবান ও সচেতনতা লিফলেট বিতরণ করা হয়েছে। এ ধরণের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তারা।
এর আগে, করোনা পরিস্থিতির শুরু থেকেই পাকুন্দিয়া উপজেলা ও জাংগালিয়াসহ বিভিন্ন শাখা ছাত্রলীগের পক্ষ থেকে করোনা সহায়তা সামগ্রী বিতরণ করতে দেখা গেছে।