জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭১ সালের ৭ মার্চে প্রদত্ত ভাষণের দিনটিকে মুজিববর্ষে প্রথমবার ” “ঐতিহাসিক ৭ই মার্চ” জাতীয় দিবস-২০২১ যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
রবিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮ টায় পাকুন্দিয়া উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্নআহব্বায়ক রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাহিদ হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান, অফিসার ইনচার্জ (তদন্ত) সাইফুল ইসলাম শ্যামল মিয়া, উপজেলা কৃষি অফিসার সাইফুল আলামিন, সমাজসেবা অফিসার রুহুল আমিন, সমবায় অফিসার শাহানা আক্তার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রেজাউল করিম কাওসার, ডাঃ আলী আকবর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, একাডেমীক সুপারভাইজার শারফুল ইসলাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসর উদ্দিন মানিক প্রমুখ।