সময়ের বিখ্যাত নারী বিষয়ক রোমাঞ্চকর কবিতা- স্বর্গ-শোভা

সময়ের বিখ্যাত নারী বিষয়ক রোমাঞ্চকর কবিতা কবিতার নামঃ স্বর্গ-শোভা,
রচনায়: মোঃ দেল্ওয়ার হুসাইন আশরাফী আল আকন্দ, স্বনামধন্য গবেষক ও কবি
স্বর্গ-শোভা
মোঃ দেল্ওয়ার হুসাইন আশরাফী আল আকন্দ
” হে নারী! আমি গাহি তোমারি
হে নারী! আমি গাহি তোমারি জয়
মহা সৃষ্টির মহা আনন্দ তোমাতে প্রকাশ হয়।
তুমি সুন্দরী নবযৌবনা এক জীবন্ত সুষমা
প্রেম-প্রীতি আর মায়া মমতার বিমূর্ত প্রতিমা।
দেবী! তুলগো তোমার শীর
তোমাকে দেখিয়া বিস্মিত হওক বিশ্ব বিজয়ী বীর।
তুমিতো নহ কারো হাতের পুতুল একটি বিকল যন্ত্র
তোমাতে রয়েছে বিপুল শক্তি সৃষ্টি সাধন মন্ত্র।
তবুও লক্ষ্ণীরে তুই বল্
আর কতকাল নীরবে বসিয়া ফেলিবে চোখের জল?
আমি যদি আজ বলি সে আসল কথা
দুনিয়ার যত নারী বিদ্বেষী ধূলায় লুটাবে মাথা।
নারী যদি হতো পুরুষের মতো নিঠুর হৃদয় হীনা
নরকের যতো তীব্র দাহন মর্ত্যে করিত হানা।
কিন্তু সে লক্ষ্ণী নারী—–
প্রেম-প্রীতি দিয়া গড়িয়া তুলিছে মধুর স্বর্গপুরী।
জগতের বুকে যাহা কিছু আছে নারী সে অমূল্য ধন
যাহার কাছে হয় পূজারীর পূর্ণ সমর্পণ।
কাঙ্খিত যত অপূর্ণ গান গাওয়াতে পারে সে নারী
ফুটাতে পারে সে পূর্ণ কুসুম প্রেমের মন্ত্র পড়ি’।
শোন হে বন্ধু! শোন সে কথা অতীব গোপন সত্য সার
নারী বিধাতার স্বর্গ-শোভা মহা আনন্দ পূর্ণতার!
ছিল পুরুষের শূন্য হৃদয় নাহি ছিল তার স্বর্গ- সুখ
যদি না লভিত স্বর্গ সুখে এই সে নারীর কোমল বুক।
ভাবী যে স্বর্গে যাবে এ পুরুষ সেথায়ও নারীর সংগ সুখ
ভরিয়া তুলিবে মহা আনন্দে এই পুরুষের শূন্য বুক।
স্বর্গে বসিয়া হুরীর নেশায় মত্ত যদিগো পুরুষ দল
মর্ত্যে বসিয়া তাহাকে ছাড়িয়া চাহিবে সে কোন্ পূন্য ফল?।
বন্ধু বলোনা কাহারে বলোনাকো এই অতীব গোপন সত্য সার
নারী বিধাতার স্বর্গ শোভা মহা-আনন্দ পূর্ণতার।
তাজমহলের দেখিয়াছ রূপ দেখনাই বিরূপ কান্না তার
শাহজাহানের ভাঙা হৃদয়ের অশ্রু ঝরায় সে নীরবে তার।
নিপুণ স্রষ্টার সত্য বাণী, কুরআনের কথা মিথ্যা নয়
মহাসৃষ্টির মহা আয়োজন নারীর স্বরূপেই তৃপ্ত হয়।
বিশ্বনবীর অমর বাণীও দিয়েছে নারীকে বিশ্বমান
নারী-শূন্য স্বর্গও সেতো একাকিত্বের মহাশ্মশান।
বিশ্বসভার দেখিয়াছ রূপ,দেখনাই রূপ ভালোবাসার
নারীর বুকে সে পুস্পের হাসি নিত্য প্রকাশে রূপ তাহার।
এযে মহাসৃষ্টির মহা রহস্য মহাকর্ষ রূপ প্রিয়তমার
রূপ দেখে তার স্রষ্টাও হাসে কিযে অপরূপ সৃষ্টি তার।
এই সৃষ্টি সুখের উল্লাসে নর কল্পনা করে সৃষ্টি তার
ইহাই প্রেমের জীবন্ত রূপ কয়জনে রাখে খবর তার।
বন্ধু! বলোনা কাহারে বলোনাকো এই অতীব গোপন সত্য সার
নারী বিধাতার স্বর্গ শোভা মহা আনন্দ পূর্ণতার।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ