কিশোরগঞ্জ টু ভৈরব আঞ্চলিক সড়কে পিকআপ-মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে শুভ (১৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন ও শফিকুল নামের আরেকজন আহত হয়েছেন। শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) রাত ১১টার দিকে কিশোরগঞ্জ টু ভৈরব আঞ্চলিক সড়কের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট জালুয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শুভ গ্রামের বাড়ি উপজেলার পাঠুয়াভাঙ্গা ইউনিয়নের বিশুহাটি গ্রামের আজিজ মিয়ার ছেলে আহত ও শফিকুল চন্ডিপাশা ইউনিয়ন ষাইটকাহন গ্রামে আক্কাসের মিয়া ছেলে।
কিশোরগঞ্জ সদর থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, রাতে দুজনে মোটরসাইকেল যোগে পুলেরঘাট দিকে যাচ্ছিলেন। এসময় কিশোরগঞ্জ থেকে আসা পিকআপ গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শুভকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার কিশোরগঞ্জ সদর হাসপাতালে মর্গে পেরন করেন । আহত শফিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন ।