ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পাকুন্দিয়া উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে গ্রামবাংলা কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক কেএম শরীফুল ইসলাম। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সালমান ফার্সি রিয়াদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন- ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন পাকুন্দিয়া উপজেলা ইসলামী আন্দোলনের সহ সভাপতি মাওলানা তোফায়েল আহমাদ, সেক্রেটারি মোঃ আরিফ হোসেন ভূঁঞা, মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা হেলাল উদ্দীন, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বেলাল, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাও. সাকিবুল হাসান প্রমুখ। সম্মেলনে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২১ সেশনে পাকুন্দিয়া উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মাহবুবুর রহমানকে সভাপতি, সালমান ফার্সি রিয়াদকে সহ-সভাপতি এবং শাহিন আলম রানাকে সাধারণ সম্পাদক করা হয়।