জাতীয় খেলা কাবাডি (হাডুডু) খেলার ঐতিহ্য আর গ্রামের মধ্যে সম্প্রীতি এবং ভালোবাসার বন্ধন অটুট রাখতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার দিয়াপাড়া দিয়ানগর যুব সমাজের উদ্যোগে কাবাডি (হাডুডু) খেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় দিয়াপাড়া আঃ রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রবাসী বনাম স্হানীয় যুবকের দুটি কাবাডি দলের খেলোয়াররা অংশ গ্রহণ করেন।
এতে দিয়াপাড়ার বিশিষ্ট সমাজ সেবক মোঃ আঃ রাশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর কমিশনার মোঃ নজরুল ইসলাম আকন্দ, ৭ নং পৌর কমিশনার মোঃ কফিল উদ্দিন, বাহাদিয়া বাজারের ব্যাবসায়ী জীবন মিয়া, সৌদি প্রবাসী সুজন মিয়া, ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রহমত উল্লাহ সহ বিভিন্ন এলাকা থেকে আগত অতিথিবৃন্দ।