পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়ন ইমাম ও উলামা পরিষদ এর আয়োজনে, দারুল আরকাম ইনস্টিটিউট এর তত্বাবধানে ইমাম ও উলামাদেরকে মসজিদ ভিত্তিক মাক্তাবের পাঠদানের মান উন্নয়ন কল্পে তিনদিনের মুয়াল্লিম প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে প্রায় অর্ধশতাধিক মাক্তাবের শিক্ষকগন অংশগ্রহন করেন।
প্রশিক্ষণের সমাপনী দিবসে গতকাল সোমবার (২২ ফেব্রুয়ারী) সনদ বিতরণ অনুষ্ঠান ঐতিহ্যবাহী শিমুলিয়া দ্বীতল মসজিদে বাদ আসর পরিষদের সভাপতি মাওলানা শাহজাহান আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দারুল আরকাম ইনস্টিটিউট এর পরিচালক মাওলানা আ: কাইয়ুম। পরিষদের মাঃ শফিক সাদী ও সুলতান আফজাল আইয়ূবীর সঞ্চালনায় বিশেষ মেহমান ছিলেন তরুণ আলেম প্রজন্ম কিশোরগঞ্জের মাওলানা আব্দুল্লাহ আস সাদিক, মাওলানা অঃ কাদির সিরাজী, মাওলানা আবুল ফারুক নাছিম, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মোবাসসিরিন,মুফতি আবুল বাসার রেজুয়ান, গুরুদয়াল সরকারি কলেজের প্রভাষক এইচ এম মাহফুজ, জেলা লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন স্থানীয় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আসাদুজ্জামান আসাদ,মুফতি মোহাম্মদ আলী,মুফতি অঃকাদির প্রমুখ।