মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুজাক্কির হত্যার প্রতবাদে পাকুন্দিয়ায় মানববন্ধন
/ ১৩২ Time View
Update : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১:১২ অপরাহ্ণ

কোম্পানীগঞ্জের বসুরহাটে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পাকুন্দিয়া উপজেলা সাংবাদিক সমাজ । মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় পাকুন্দিয়া উপজেলা পরিষদ সংলগ্ন কিশোরগঞ্জ টু ঢাকা আন্চলিক মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।

পাকুন্দিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি দৈনিক যুগান্তরের পাকুন্দিয়া প্রতিনিধি এম সাইদুর ইসলাম সভাপতিত্বে ও পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বার্তাবাজারের কিশোরগঞ্জ প্রতিনিধি হুমায়ুন কবিরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, পাকুন্দিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কন্ঠ প্রতিনিধি খন্দকার আসাদুজ্জামান, দৈনিক ইত্তেফাকের পাকুন্দিয়া প্রতিনিধি প্রভাষক তরিকুল হাসান শহীন, পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি এম, এ হান্নান, দৈনিক বসুন্ধরার জেলা প্রতিনিধি আতাউর রহমান সোহাগ, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক এশিয়ার বাণীর পাকুন্দিয়া প্রতিনিধি আফসর আশরাফী, দৈনিক এই আমার দেশের পাকুন্দিয়া প্রতিনিধি সৈয়দুজ্জামান সৈয়দ, পিপল নিউজের পাকুন্দিয়া প্রতিনিধি জাহিদ হাসান মুক্তার, দৈনিক সোনালী খবরের পাকুন্দিয়া প্রতিনিধি শোয়েব রাসেল, দৈনিক শতাব্দীর কন্ঠের স্টাফ রিপোটার্স তাসলিমা আক্তার মিতু, আওয়ার বাংলাদেশের পাকুন্দিয়া প্রতিনিধি আগুন আমিন ।

এছাড়াও কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন দৈনিক মানবজমিনের পাকুন্দিয়া প্রতিনিধি সাখাওয়াত হোসেন হৃদয়, দৈনিক এশিয়ার এইজের পাকুন্দিয়া প্রতিনিধি মোঃ আবুল হোসেন, ইকরা স্কুলের প্রধান শিক্ষক মোঃ বিল্লাল হোসেন, পাকুন্দিয়া উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আবু হানিফ, ঢাকা নিউজের পাকুন্দিয়া প্রতিনিধি মোকারিম হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্না, কবি সাহিত্যিক ওয়াজেদ নবী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, অপরাধীদের কোন দল নেই, সাংবাদিক মুজাক্কির হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে করতে হবে। বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে সাংবাদিক নির্যাতনের ঘটনা বার বার ঘটছে। ঘটনার সাথে জড়িতরা যত প্রভাবশালীই হোক তাদের গ্রেফতার করে দৃষ্টান্ত স্থাপন করার জন্য সরকারের কাছে দাবি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ