কবিতা
প্রবাসী
মারুফ বিল্লাহ্
বুকের মাঝে কষ্ট চাপা,তবুও মুখে হাসি
দুঃক্ষ ভরা জীবন আমার, পেশা প্রবাসী
বাবার স্নেহ, মায়ের আদর, ভাই-বোনের ভালবাসা
খোকা ভাইয়ের তিলে তিলে জমানো স্বপ্ন আশা।
বাড়িঘড় বন্ধু-বান্ধব ছাড়লাম প্রতিবেশী
দুঃক্ষ ভরা জীবন আমার, পেশা প্রবাসী।
আগের মত পাইনারে আর সোনালী জীবন,
এখন দুঃখ-কষ্ট, একাকিত্ব সবি হলো আপন,
কতদিন দেখিনারে বোন-ভাগিনা, মায়ের মুখের হাঁসি,
দুঃখ ভরা জীবন আমার, পেশা প্রবাসী।
লাঞ্চনা গুঞ্জনায় ভরা যত কাজকর্ম,
কেউ বোঝেনা প্রবাসীদের জীবনের মর্ম,
দিনরাত একাকিত্বে ঝরে চোখের পানি,
তবু বুকে পাথর চেপে নতুন স্বপ্নবুনি।
বুকের মাঝে কবর দিয়ে নিজের হাসি খুশি,
দুঃখ ভরা জীবন আমার, পেশা প্রবাসী।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
আমাদের ফেইসবুক পেইজ